শিরোনাম
নড়াইলে এসজিডি অর্জনে উন্নয়ন বিষয়ক কর্মশালা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৭, ১৩:৫৮
নড়াইলে এসজিডি অর্জনে উন্নয়ন বিষয়ক কর্মশালা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসজিডি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।


জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীওগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুর রহমান প্রমূখ।
কর্মশালায় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসজিডি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ের উপর আলোচনা করা হয়।


এ সময় সরকারি কর্মকর্তা, কর্মচারি, রাজনীতিবিদ, আইনজীবি, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, ব্যক্তি উদ্যোক্তা সাংবাদিকসহ মোট ১০০ জন অংশ গ্রহন করে।
বিবার্তা/শরিফুল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com