শিরোনাম
মুক্তি পেলো অর্ধশতাধিক অতিথি পাখি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ১৭:০৭
মুক্তি পেলো অর্ধশতাধিক অতিথি পাখি
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের চিতলমারী উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধারকৃত বিভিন্ন প্রজাতির অর্ধশত অতিথি পাখি অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা গেটে দাঁড়িয়ে ওই বন্দি পাখিগুলো অবমুক্ত করা হয়।


জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়–য়াবর্ণী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় পাখিগুলো উদ্ধার করা হয়েছিল।


চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, বুধবার রাতে থানার চিতলমারী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অতিথি পাখি শিকার ও বিক্রয় রোধে অভিযান পরিচারনা করেন। এ সময় তারা সদর ইউনিয়নের আড়–য়াবর্ণী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় অর্ধশত অতিথি পাখি উদ্ধার করেন। পরদিন দুপুরে থানার গেটে দাঁড়িয়ে উদ্ধারকৃত পাখিগুলো সর্বসম্মুখে অবমুক্ত করা হয়।


উল্লেখ্য, প্রতি বছর শীতের শুরুতে এ উপজেলার বিভিন্ন বিল এলকায় অতিথি পাখির আনাগোনা বেড়ে যায়। এ সুযোগে এক শ্রেণীর অসাধু পাখি শিকারী জাল ও ফাঁদ দিয়ে পাখি শিকারের পর বাজারে বিক্রি করে।


বিবার্তা/কায়েস/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com