শিরোনাম
গ্রাম আদালতের জনসচেতনতা বাড়াতে র‌্যালি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:১৬
গ্রাম আদালতের জনসচেতনতা বাড়াতে র‌্যালি
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের রামপাল উপজেলার ১০ ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সকালে এ লক্ষ্যে উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্তরে এসে শেষ হয়।


পরে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি পাল। এসময় আরো বক্তব্য রাখেন জেলা ফ্যাসিলিটর মহিতোষ কুমার রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন, অধ্যাপক মাখন লাল সরদার, রণজিত কুমার ঘোষ প্রমুখ।


স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প কাজ করছে।


বিবার্তা/ইমরুল/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com