শিরোনাম
নবীগঞ্জে ৩ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ১৬:৩৭
নবীগঞ্জে ৩ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামে তিন সন্তানের জননী মেহেরুন্নেছাকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।


মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।


এ ঘটনায় আহত হয়েছে নিহতের দুই শিশু সন্তানও। নিহত মেহেরুন্নেছা উমরপুর গ্রামের সাফিজুল আইসলামের স্ত্রী। আহত অবস্থায় শিশু মাছুমা আক্তার, তাসলিমা আক্তার ও আনিকা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


নিহতের স্বামী সাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ঘরের আফজাল মিয়ার স্ত্রী সামিউন্নেছার সঙ্গে মেহেরুন্নেছার বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সামিউন্নেছা উত্তেজিত হয়ে মেহেরুন্নেছাকে পিটিয়ে আহত করে। পরে সামিউন্নেছার পক্ষ নিয়ে তার স্বামী আফজাল মিয়া ও রুবেল মিয়া ফের মেহেরুন্নোছাকে একা পেয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মুখ ও নাক দিয়ে অতিরিক্ত রক্তকরণের ফলে মৃত্যু হয়েছে মেহেরুন্নেছার। এদিকে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মাকে হারিয়ে নিহতের অবুঝ সন্তানদের কান্না যেন কেউ থামাতে পারছে না। তারা বার বার মা-মা বলে মেহেরুন্নোছার নিথর দেহকে জড়িয়ে ধরছে। তাদের কান্নায় হাসপাতাল এলাকায় যেন এক শোকের ছায়া নেমে এসেছে।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আকর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ওই এলাকায় কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। মেহেরুন্নেছা নামে যে নারীর মৃত্যু হয়েছে, সে স্ট্রোক করে মারা গেছে।


বিবার্তা/ছনি/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com