শিরোনাম
শেখ রাসেল মিনি স্টেডিয়াম ইস্যুতে উত্তাল নবীগঞ্জ
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ০১:৫৬
শেখ রাসেল মিনি স্টেডিয়াম ইস্যুতে উত্তাল নবীগঞ্জ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নবীগঞ্জ উপজেলা সদরের প্রস্তাবিত চৌশতপুর গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বাস্তবায়নকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে উঠেছে নবীগঞ্জের মানুষ। এ লক্ষ্যে মঙ্গলবার বিকেলে 'স্টেডিয়াম বাস্তবায়ন কমিটি'র উদ্যোগে নতুন বাজার মোড়ে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।


উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সামাজিক সংগঠন 'অগ্রযাত্রা'র সাধারণ সম্পাদক আলী হাছান লিটন প্রমুখ।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নবীগঞ্জ সদরের চৌশতপুর গ্রামে মিনি স্টেডিয়াম এর স্থান ষড়যন্ত্রমূলকভাবে সরানোর চেষ্টা করা হচ্ছে। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এটি অনত্র নেয়ার যে নীল নকশা করছেন আমরা তা কোনোভাবেই মেনে নেবোনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রস্তাবিত স্টেডিয়াম চৌশতপুরে না হলে নবীগঞ্জবাসী একত্রিত হয়ে দুর্বার আন্দোলন তুলবে।


উল্লেখ্য, ২০১৬ সালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক উপজেলা পর্যায়ে ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে স্টেডিয়ামটির প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ২৩ লাখ ১৮ হাজার টাকা।


বিবার্তা/ছনি/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com