শিরোনাম
কালিয়াকৈরে বনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১৬:৩৩
কালিয়াকৈরে বনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ ও মাটিকাটা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বন বিভাগের প্রায় ১২০ শতক জমি অবৈধ দখল মুক্ত করেছে চন্দ্রা বনবিট কর্মকর্তরা।


এ সময় সিনাবহ এলাকার সালেক কারখানার ভেতর থেকে ১০০ শতক এবং মাটিকাটা পাশাগেইট এলাকা থেকে ২০ শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।


সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জের বিটের কর্মকর্তা মুরাদ হোসেনের নেতৃত্বে ৮/১০জন বন কর্মকর্তা এ অভিযানে অংশ নেয়।


মুরাদ হোসেন জানান, চন্দ্রা রেঞ্জের সিনাবহ মৌজা সালেক কারখানায় এবং মাটিকাটা মৌজার পাশাগেট এলাকায় বনের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। পরে সালেক কারখানার ভেতর থেকে ১০০ শতক এবং পাশাগেইট এলাকায় বনের ২০ শতক জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়।


তিনি আরো বলেন, এ উচ্ছেদ অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/তুহিন/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com