শিরোনাম
বুড়িমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ০৯:১২
বুড়িমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে এ নৃশংস ঘটনা ঘটায় বিএসএফ। নিহত ওই তরুণের নাম ফরিদ হোসেন বলে জানা গেছে।


মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের ভারতীয় অংশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।


নিহত ফরিদ হোসেন শরীফ বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঠাকুরপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।


সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর-৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান।


তিনি জানান, ভারতীয় বিএসএফ নিহত শরীফের মরদেহ নিয়ে গেছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্রসহ মরদেহ ফেরত চেয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত পথে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ফরিদ হোসেনসহ আরও কয়েকজন। এসময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই ফরিদ হোসেন ওরফে শরীফ নিহত হন। অন্য বাংলাদেশি রাখালরা পালিয়ে ফেরত আসেন বাংলাদেশে।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com