শিরোনাম
রাজশাহীতে শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ৩০ জুলাই ২০১৬, ১২:৩৪
রাজশাহীতে শিক্ষকদের মানববন্ধন
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় প্রতিরোধ কমিটি গঠন ও স্থায়ী শিক্ষা কমিশন গঠনসহ বেশকিছু দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের রাজশাহী জেলা শাখার নেতারা। শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ সফিকুর রহমান বাদশা, অধ্যক্ষ রাজকুমার সরকার, জুলফিকার আহম্মেদ, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় অবিলম্বে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি একটি জাতীয় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এ জন্য পরিকল্পিত উপায়ে সমগ্র বেসরকারি স্কুল-কলেজ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে।


এসময় তারা শিক্ষা বাণিজ্য বন্ধ, এমপিও বঞ্চিত শিক্ষকদের এমপিওর আওতায় আনা, পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সৃষ্টি, বাজেটে শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, স্থায়ী শিক্ষা কমিশন গঠন ও পরীক্ষা পদ্ধতি সংস্কারেরও দাবি জানান।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com