শিরোনাম
মৌলভীবাজারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় সভা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১৫:৩৫
মৌলভীবাজারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় সভা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজার জেলা ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাংবাদিকদের সাথে এক মত-বিনিময় সভার আয়োজন করে। এসময় জাতীয়করণের লক্ষ্যে বিভিন্ন বিধিমালা জারির দাবি জানানো হয়।


রবিবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজর শিক্ষক পরিষদ মিলনায়তনে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ -এ বর্ণিত নির্দেশনার অন্তর্ভুক্ত করে বিধিমালা জারির দাবি জানানো হয়।


এসময় বক্তারা দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর আলোকে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকবৃন্দকে নন-ক্যাডার করে তাদের চাকরি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজে সুনির্দিষ্ট করে আগামী ১৬ নভেম্বর ২০১৭ এর মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারি করতে হবে। জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন করতে হবে। সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতীত অন্য কোন পথে (যেমন: বিভিন্ন প্রকল্প, ১০%, প্রদর্শক বা অন্য যে কোন প্রক্রিয়ার) কোন ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা যাবে না। সম্প্রতি সরকারিকরণ করা ১২টি মডেল কলেজের শিক্ষকদের ও অনুরূপ বিধিমালার আওতায় আনতে হবে।


এসময় বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও ইংরেজী বিভাগের অধ্যাপক আবু হানিফ।


বিবার্তা/আরিফ/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com