শিরোনাম
টানা বর্ষণে কোম্পানীগঞ্জে পানিবন্দি শতাধিক পরিবার
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ১১:২০
টানা বর্ষণে কোম্পানীগঞ্জে পানিবন্দি শতাধিক পরিবার
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুই দিনের টানা বর্ষণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নিন্মাঞ্চলের দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছে।


এদিকে, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার উপকূল সংলগ্ন মুছাপুর ইউনিয়নে এক নারীর মৃত্যু হয়েছে। হঠাৎ প্রবল জোয়ারে পানিতে বসতঘরে পানিবন্ধি হয়ে রোকেয়া (২৯) নামের ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত রোকেয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শহীদ উল্যাহ মিয়ার নতুন বাড়ীর শহীদ উল্যাহ মেয়ে।


এর আগে, শনিবার দুপুরে দিকে ধমকা ঝড়ো হাওয়ায় চরপার্বতী ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন, চরফকিরা ইউনিয়ন ও চরএলাহি ইউনিয়নে বহু গাছপালা উপছে পড়ে গেছে। গাছপালা পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। ২ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মুছাপুর, চরএলাহী, চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামের নিন্মাঞ্চলের ২’শ পরিবার পানিতে বন্দী রয়েছে।


উপজেলা আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের কারণে সাগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট উচ্চতায় অস্বাভাবিক জোয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকায় প্রবল বাতাসের কারণে কাঁচা ঘরবাড়ি হেলে পড়েছে।


চরএলাহি ইউনিয়নের গাংচিল গ্রাম ও দক্ষিণ চরএলাহি এলাকার মাছের প্রজেক্টে আরেক বিপদ। জোয়ারের পানিতে ডুবে যাওয়ার কারণে মাছ ভেসে গেছে। টানা বৃষ্টির কারণে উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্লাবিত হয়েছে। এতে কাঁচা রাস্তা, আধাপাকা রাস্তা, পাকা রাস্তা, ডুবে গেছে। হাটু সমান পানি উঠে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে। পানির নীচে তলিয়ে গেছে আমন ধান।


উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল শনিবার বিকেলে চরএলাহি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।


মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন পানিবন্দি হয়ে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৭নং ওয়ার্ডে সন্ধ্যার দিকে হঠাৎ প্রবল জোয়ারে পানিতে বসতঘরে পানিবন্দী হয়ে ওই নারীর মৃত্যু হয়।


কোম্পানীগঞ্জ থানার (ওসি) সৈয়দ ফজলে রাব্বী পানিবন্দি হয়ে রোকেয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



বিবার্তা/ইকবাল/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com