শিরোনাম
রাজশাহীতে রোহিঙ্গা যুবক আটক
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৭, ১৪:১০
রাজশাহীতে রোহিঙ্গা যুবক আটক
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার নাম তৌসিফ আহমেদ (২৫)।


তৌসিফ পুলিশকে জানিয়েছেন, তার বাড়ি মিয়ানমার। নগরীর বোয়ালিয়া থানার কর্তব্যরত অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, শনিবার সকালে এই যুবক মেহেরচণ্ডি এলাকায় বৃষ্টিতে ভিজছিলেন। এ সময় স্থানীয়রা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন। পরে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।


থানার এএসআই মিল্টন আহমেদ এই যুবককে থানায় নিয়ে যান। তিনি জানান, তৌসিফের ভাষা তেমন বোঝা যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রোহিঙ্গা যুবক আটকের বিষয়টি তিনি শুনেছেন। তিনি বাইরে থাকায় এ ব্যাপারে বিস্তারিত জানেন না। থানায় গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।


বিবার্তা/রিমন/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com