শিরোনাম
বিজিবি’র অভিযানে অবৈধ কাঠ জব্দ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৭, ১৪:১৮
বিজিবি’র অভিযানে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর বাজারের পাশে অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে খাগড়াছড়ি ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন( বিজিবি)।


এর মধ্যে ১৫০ পিছ সেগুন ও ২৫ পিছ গামারী কাঠ। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন খাগড়াছড়ি ৩২বর্ডারগাড বিজিবির অধিনায়ক লে.কর্ণেল হাসানুজ্জামান এর নির্দেশে সুবেদার মো:ফিরোজ আলম।


নিরাপওা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৫টার দিকে সেগুন কাঠগুলো আটক করা হয় যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা বলে ধারনা করা হচ্ছে। মধুপুর বাজারের পরিত্যক্ত জায়গা থেকে কাঠগুলো স্তুপ করে রাখা হয়েছিল। এসময় গাছের মালিককে উপস্থিত পাওয়া যায়নি।


খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা জানান, এ বিষয়ে বিজিবি’র সাথে যোগাযোগ করা হয়েছে বৃহস্পতিবার সকালে জব্দকৃত কাঠ গুলো খাগড়াছড়ি ৩২বর্ডারগাড বিজিবি ১৫০পিছ সেগুন ১৯৫.৮৮ঘনফুট, ২৫পিছ গামারী ৩৫.৫২ঘনফুট যার বাজার মূল্য অনুমানিক ২ লাখ টাকার কাঠ হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ি সদর রেঞ্জ বন বিভাগ বন আইনে মামলা করা হবে বলে জানান সদর রেঞ্জকর্মকর্তা।


বিবার্তা/জয়নাল/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com