শিরোনাম
ইলিশ প্রীতিতে কলাপাড়ার শিশুরা!
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ২১:০৩
ইলিশ প্রীতিতে কলাপাড়ার শিশুরা!
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার সচেতনতা সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুদের মাঝেও বিরাজমান। যার দরুণ অনেকটাই নিয়ন্ত্রণে অবরোধকালীন সময়ের মা ইলিশ শিকার। এমনই এক দৃশ্য দেখা গেল উপজেলার সাগরকূলের ধুলাসর ইউনিয়নের কাউয়ার চর এলাকায়।


বুধবার ওই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে সৈকত তীর থেকে অদুরে পেতে রাখা কারেন্ট জাল তাদের চোখে পড়ে। কাছাকাছি কেউ না থাকায় ওই শিক্ষার্থীরা নৌকা নিয়ে জাল গুলো তুলে আনে।


এ সময় শিক্ষার্থীরা জানায়, এখন মাছ ধরা নিষেধ। সরকার আমাদের ভালোর জন্যই অবরোধ দিয়েছে। আমরা সবাই মিলে জাল তুলে তীরে এনেছি। প্রচারণার ফলে অবরোধের সময় জানতে পেরেছি। এটা অপরাধ তাও বুঝতে পেরেছি।


শিক্ষার্থী বায়েজীদ জানায়, নৌকা নিয়ে যেতে কিছুটা ভয় লাগছিল। তবুও সবাই মিলে করেছি।


এলাকার বাসিন্দা লুৎফুল হাসান রানা বলেন, বিগত বছর গুলোয় ইলিশ প্রজনন মৌসুম এবং জাটকা সংরক্ষণকালীন সময়ের অবরোধের ফলে ইলিশসহ অনান্য প্রজাতির মাছ বেড়ে গেছে। চলতি বছরে এজন্য ছিল অনেক বেশি প্রাচুর্যতা। একারণে এক যুগের মধ্যে এবছর নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল ইলিশ।


ধুলাসর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জামান হোসেন বলেন, স্কুলের ছোট ছোট ছাত্ররা জাল তুলে এনে তাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জাল পুড়িয়ে ফেলা হয়।


এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সচেতন শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, মৎস্য অধিদফতরের বিগত কয়েক বছর যাবত মা ইলিশের ধরার ওপর নিষেধাজ্ঞা, প্রচার-প্রচারণা, জেলেদের সাথে মত-বিনিময়, আপতকালীন ভিজিএফ সুবিধা, জাটকা সংরক্ষণে বিকল্প কর্মসংস্থানের ফলে ইলিশের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। ইলিশের ব্যাপক প্রাপ্তিতে জেলেদের সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। এছাড়া সাধারণ ছেলে-মেয়েদের মধ্যেও ইলিশ প্রীতি গড়ে উঠেছে যা খুব ভাল লক্ষণ।


বিবার্তা/উত্তম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com