শিরোনাম
বড়লেখায় ভারতীয় গরু ও চোরাই কাঠ জব্দ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ২০:৩৬
বড়লেখায় ভারতীয় গরু ও চোরাই কাঠ জব্দ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের বড়লেখা পৃথক পৃথক অভিযানে ৬টি ভারতীয় অবৈধ গরু ও দুইটি পিকআপসহ চোরাই কাঠ জব্দ করেছে বিজিবি। পরে এসব অবৈধ গরু কাস্টমস্‌সে এবং পিকআপসহ চোরাই কাঠ স্থানীয় ফরেস্ট অফিসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


৫২ বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখার বিওপির টহল কমান্ডার হাবিলদার মুন্সি সাহাব উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩৮৪ হতে ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরের ডিমাইবাজার এলাকা থেকে প্রায় ৫০ ঘনফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠভর্তি দুইটি পিকআপ জব্দ করেন।


অপরদিকে বোবারথল বিওপির টহল কমান্ডার হাবিলদার আঞ্জু মিয়া তারাদরম এলাকা থেকে ৬টি ভারতীয় অবৈধ গরু আটক করেন।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক কর্ণেল নেয়ামুল কবীর আটকের সত্যতা স্বীকার করে বিবার্তাকে জানান, দু’টি পিকআপসহ অবৈধ কাঠ জব্দ ও ভারতীয় গরু, কাঠ ও গরু সংশ্লিষ্ট বিভাগে জমা দেয়া হয়েছে।


বিবার্তা/আরিফ/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com