শিরোনাম
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:২২
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিদ্যুতায়িত হয়ে সোয়াইব আলী (২২) এবং মিছির আলী (১৫) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা উভয়ই কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।


সোমবার দুপুরে বিএএফ শাহীন কলেজ সংলগ্ন সবুজবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুবাইপ্রবাসী মো. নজরুল হকের নির্মাণাধীন চারতলা ভবনের বাইরের দেয়ালে পলেস্তরার কাজের জন্য বাঁশ স্থাপন করছিলেন তারা। বাঁশগুলো কাঁচা থাকায় বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুতায়িত হয়ে প্রথমে এক শ্রমিক আটকা পড়েন। পরে তাঁকে ছোটাতে গিয়ে আরও এক শ্রমিক বিদ্যুতায়িত হন।


পরে এলাকাবাসী কাঠ দিয়ে আঘাত করে দুই নির্মাণ শ্রমিককে ছাড়িয়ে নেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


শমশেরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আজিজুর রহমান চৌধুরী এ দুর্ঘটনার কথা নিশ্চিত করে বিবার্তাকে জানান, শ্রমিকদের অসাবধানতার কারণেই এ ঘটনা ঘটেছে। তারপরও নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।


মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোবারক হোসেন বিবার্তাকে জানান, ভবনমালিক বা ঠিকাদারের উচিত ছিল কাজের আগে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা। তাহলে প্রয়োজনীয় সহায়তা দেয়া যেত এবং এরকম দুর্ঘটনা ঘটত না।


বিবার্তা/তানভীর/শাহনেওয়াজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com