শিরোনাম
বোমা হামলার দায়ে জঙ্গির যাবজ্জীবন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:১০
বোমা হামলার দায়ে জঙ্গির যাবজ্জীবন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় বোমা হামলার দায়ে জঙ্গি মো: কামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজন আসামির মধ্যে অন্য তিনজন খালাস পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত কামালের বাড়ি নেত্রকোনা জেলার বালিজুড়ি গ্রামে।


রবিবার দুপুরে ২০০৫ সালের ১৭ আগস্টের ওই বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলামের আদালত এ রায়র দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম আজাদুর রহমান বিবার্তাকে জানান, সারাদেশে সিরিজ বোমা হামলার দিনে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় মধুবন হোটেলের সামনে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলাটি হয় চারজনের বিরুদ্ধে। সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় জঙ্গি কামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে ৫টি মামলা হয়েছিলো। এর মধ্যে রোববার দ্বিতীয় মামলার রায় দিয়েছেন আদালত। অন্য তিনটি মামলার বিচারিক কার্যক্রম চলমান।


বিবার্তা/আরিফ/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com