শিরোনাম
কুলাউড়ায় ২৪৫ বোতল ভারতীয় মদ জব্দ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৭, ১৮:২০
কুলাউড়ায় ২৪৫ বোতল ভারতীয় মদ জব্দ
মৌলভীবাজারর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ব্রান্ডের ২৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুরের দিকে পৃথিমপাশা ইউনিয়নের পূর্ব গণকিয়া গ্রামের পাহাড়িটিলা এলাকা থেকে বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল এই মদগুলো উদ্ধার করেন।
এ সময় মুরইছড়া বস্তি ও মুরইছড়ার ৩ মাদক ব্যবসায়ী ছিদ্দেক মিয়া (২৯), সাইদ আলী (৩২) ও মহর আলী (৩৭) পালিয়ে যান।


জব্দ হওয়া ভারতীয় মদের মধ্যে অফিসার চয়েজ বল্টু (৭৫০ মিলি) ১১টি, এমসি ডুয়েল নং-১ (৭৫০ মিলি) ৯টি, এমসি ডুয়েল নং-১ (৩৭৫ মিলি) ৪০টি, এমসি ডুয়েল নং-১(১৮০ মিলি) ৯২টি এবং হোয়াইট মিস চিফ(১৮০ মিলি) ব্রান্ডের ৯৩টি বোতল রয়েছে।
বিজিবি জানায়, জব্দ মদগুলোর বাজার মূল্য প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা। মুরইছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল খায়ের সত্যতার নিশ্চিত করেছেন।


তিনি বিবার্তাকে জানান, পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।


বিবার্তা/আরিফ/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com