শিরোনাম
নেই নির্দিষ্ট কোনো টারমিনাল, দুর্ঘটনার আশঙ্কা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ১৫:৫০
নেই নির্দিষ্ট কোনো টারমিনাল, দুর্ঘটনার আশঙ্কা
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বাস টার্মিনাল না থাকায় সৈকত সংলগ্ন রাস্তা জুড়ে পর্যটকবাহী যাত্রী পরিবহন পার্কিং করায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এ অনিয়ম দেখার জন্য যেন কেউ নেই।


রাস্তার উপরে যত্রতত্র পার্কিং করা হচ্ছে পর্যটকবাহী পরিবহন। সড়কের মাঝে গাড়ি ঘুরানোর কারণে পর্যটকদের স্বাভাবিক চলাচলে বিঘ্নতা ঘটছে। যার দরুণ দুর্ঘটনার শঙ্কায় থাকছেন পর্যটকসহ স্থানীয় লোকজন। তাছাড়া পরিবহন থেকে অবতরণের সময় প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা।


স্থানীয় সূত্রে জানা যায়, নির্দিষ্ট বাস টারমিনাল না থাকায় সৈকতে নামার সড়কের উপরেই কুয়াকাটা জিরো পয়েন্টে গড়ে উঠেছে অস্থায়ী বাস টারমিনাল। সেখানে রাস্তার মাঝে এলোপাথাড়ি বাস পার্কিং করে রাখা হচ্ছে। টারমিনালকে কেন্দ্র করে গড়ে ওঠা কাউন্টারগুলোর হাঁক-ডাক ও যাত্রী আকর্ষণের উদ্দেশ্যে অনবরত হর্ন বাজানোর ফলে সৃষ্ট শব্দ দূষণ, পর্যটকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় জরুরি ভিক্তিতে কুয়াকাটায় বাস টারমিনাল নির্মাণের দাবি করেছেন স্থানীয় ও পর্যটকরা।


পর্যটক মুজাহিম হক জানান, রাস্তার মাঝে বাস থামানোর ফলে পরিবার পরিজন নিয়ে বাধ্য হয়ে সেখানেই নামতে হন। যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়। এতে করে সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়ে যায়। তাছাড়া প্রতিনিয়তই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাস টার্মিনাল তৈরি করার দাবি জানান।


কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, এ বিষয়ে পৌর পরিষদে আলাপ হয়েছে। এখানে একটি বাস স্ট্যান্ড শিগগিরই নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


বিবার্তা/উত্তম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com