শিরোনাম
কুয়াকাটা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন সেবা চালু
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৭, ১৮:৪২
কুয়াকাটা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন সেবা চালু
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঢাকার রাইনখোলা পর্যন্ত ‘সার্বিক-সুরভী পরিবহন’ যৌথভাবে শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী পরিবহন সেবা চালু করেছে।


শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে আগত পর্যটক ও স্থানীয় যাত্রীদের ভ্রমণ সুবিধার জন্য এ সার্ভিস চালু করা হয়েছে। প্রতিবন্ধী, মেধাবী ছাত্র-ছাত্রীদের যাতায়াতে বিশেষ সুবিধা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


পরিবহন সংস্থাটি সূত্রে জানা যায়, প্রতিদিন রাত সাড়ে ৭ টায় কুয়াকাটা থেকে ছেড়ে এ যাত্রীবাহি পরিবহনটি রাত ৮ টায় কলাপাড়া পৌঁছাবে। এরপর পটুয়াখালী, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, সাভার এবং নবীনগর হয়ে মিরপুরের রাইনখোলায় যাত্রা শেষ করবে।


যাত্রী প্রতি কুয়াকাটা ও কলাপাড়া থেকে ঢাকা পর্যন্ত আটশত থেকে এক হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।


পরিবহন সংস্থাটির কলাপাড়া কার্যালয়ের পরিচালক মো. আখতাউর রহমান হারুন বলেন, ‘অন্যান্য পরিবহনের তুলনায় আমাদের সেবার মান ভালো হবে। ভাড়াও তুলনামূলক কম হবে। তা ছাড়া সময়ের ওপর গুরুত্ব দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করবেন তারা।’



বিবার্তা/উত্তম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com