শিরোনাম
ভোলায় ইলিশ শিকারের দায়ে ৯ জেলে আটক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৭, ১৩:২০
ভোলায় ইলিশ শিকারের দায়ে ৯ জেলে আটক
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলা সদর উপজেলা ও চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার ভোর রাতে চরফ্যাশনের বুড়া গৌরাঙ্গ নদী থেকে তিন জন ও রাতে সদরের মেঘনা থেকে ছয় জনকে আটক করা হয়েছে।  

 

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, উপজেলার চরমানিকা এলাকার বুড়া গৌরাঙ্গ নদী থেকে আটকরা হলেন- ডেসু মাঝি (৪৫), খলিলুর রহমান (৬০) ও মো. সিডু (১০)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রাতে সদরের মেঘনা নদীর ইলিশা পয়েন্ট থেকে চারজন জেলে ও মদনপরা থেকে দুইজনকে আটক করা হয়। আটককদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

অভিযানে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড সহায়তা করছে। জেলার প্রত্যেক উপজেলায় নিষিদ্ধকালীন মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম।

 

বিবার্তা/আছিয়া/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com