শিরোনাম
কুড়িগ্রামে ৪৯৯ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৭
কুড়িগ্রামে ৪৯৯ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বন্যাবিধ্বস্ত কুড়িগ্রামে ৪৯৯টি পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।  

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক রবি বোস জানান, কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার মোট ৪৯৯টি পূজামণ্ডপে একযোগে চার দিনব্যাপী দুর্গোৎসব শুরু হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলায় ১১৫টি, উলিপুর উপজেলায় ১০৮টি, নাগেশ্বরী উপজেলায় ৭৫টি, ফুলবাড়ী উপজেলায় ৭২টি, কুড়িগ্রাম সদর উপজেলায় ৫৬টি, চিলমারী উপজেলায় ২৮টি, পৌরসভায় ১৮টি, ভুরুঙ্গামারী উপজেলায় ১৮টি, রৌমারী উপজেলায় সাতটি এবং রাজীবপুর উপজেলায় তিনটি মণ্ডপে দুর্গোৎসব পালন হচ্ছে।  

 

রবি বোস আরো জানান, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ হয়েছে। তারা পূজা মণ্ডপগুলোর সার্বিক দিক দেখবেন।

 

এ ব্যাপারে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, সরকারিভাবে কুড়িগ্রাম জেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। পূজা উপলক্ষে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 

বিবার্তা/সৌরভ/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com