শিরোনাম
শেরপুরে ১৫১ পূজামণ্ডপে চলছে শেষ প্রস্তুতি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১
শেরপুরে ১৫১ পূজামণ্ডপে চলছে শেষ প্রস্তুতি
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বছর ঘুরে আবারো এসেছে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে শেরপুরে ১৫১টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ প্রস্তুতি। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা নির্মাণকাজ। এখন চলছে প্রতিমায় রংতুলির আঁচড় ও শাড়ি পরানোর কাজ।

 

জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, দেবীকে বরণে শেরপুরে প্রস্তুত মঞ্চ তোরণ। সার্বজনীন উৎসবে পরিণত করতে জেলার উপজেলাগুলোতে ফেস্টুন ব্যানারে সয়লাব। আগামী মঙ্গলবার ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। বুধবার সপ্তমী, বৃহস্পতিবার অষ্টমী, শুক্রবার নবমী এবং শনিবার মহাদশমীতে অপরাজিতা পূজার পর রাত ৮টার মধ্যে দেবীকে বিসর্জন দেয়া হবে।

 

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ ভট্টাচার্য বলেন, শেরপুরের ১৫১টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সব মণ্ডপের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এছাড়া, আমরা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছি।

 

বিবার্তা/সানী/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com