শিরোনাম
কলারোয়ায় ১৩ রোহিঙ্গা আটক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২১:১২
কলারোয়ায় ১৩ রোহিঙ্গা আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- নবী হোসেন (২৭), দিলদার বেগম (২১) তার ছেলে আব্দুর রহমান (১), করিম (২৫), আমেনা বেগম (২০) তার ছেলে আলী নূর (১) ও স্বামী আব্দুল করিম, শহীদুল ইসলাম (২৪), জিনু আক্তার (২০) তার মেয়ে সাবিকুন্নাহার (৩), সালমা খাতুন (২১) তার ছেলে নুর হোসেন (২) ও নুর হায়াত (১), জমির হোসেনসহ (১৮) জন।


কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি দল কলারোয়া উপশহরে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে দুপুরে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।


আটকদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে জেলা পুলিশের মাধ্যমে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com