শিরোনাম
চট্টগ্রামে পৌঁছেছে ৯৩.৮১ মেট্রিক টন সৌদি ত্রাণ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৮
চট্টগ্রামে পৌঁছেছে ৯৩.৮১ মেট্রিক টন সৌদি ত্রাণ
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গাদের জন্য ৯৩.৮১ মেট্রিক টন সৌদি ত্রাণ সামগ্রীর প্রথম চালান শুক্রবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে।


মিয়ানমারের রাখাইনে সংঘটিত নৃশংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা নিয়ে একটি সৌদি বিমান শুক্রবার সকালে এই বিমানবন্দরে অবতরণ করে।


চট্টগ্রামের জন্য প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বাংলাদেশে সৌদি দূতাবাসের কর্মকর্তা আমীর ওমান সেলিম ওমরের কাছ থেকে এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।


অনুষ্ঠানে বক্তৃতাকালে আমীর ওমান সেলিম ওমর রোহিঙ্গা ইস্যুকে একটা নিরাপত্তা সংকট হিসেবে অভিহিত করে বলেন, এই নিরাপত্তা ও শরণার্থীদের খাদ্য ব্যবস্থাপনা মোকাবেলা করা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। ওমর বলেন, সৌদি আরব বাংলাদেশের জন্য আরো ত্রাণ সহায়তা পাঠাবো।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাশুকুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বিমানবন্দর স্টেশন ম্যানেজার রেজাউল কবির উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com