শিরোনাম
তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি, প্লাবিত ৬ ইউনিয়ন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৩
তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি, প্লাবিত ৬ ইউনিয়ন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারো তিস্তার পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ বন্যায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।


শুক্রবার সকালে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৫২.১৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ব্যারাজটি নিয়ন্ত্রণে রাখতে সবগুলো গেট খুলে দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে তিস্তার পানি কমছে বলে পানি উন্নয়ন বোর্ড জানান।


এর আগে বৃহস্পতিবার রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের গড্ডিমারী দোয়ানী, নিজ গড্ডিমারী, সানিয়াজানের নিজ শেখ সুন্দুর, পাড়শেখ সুন্দর, বাঘের চর, জিঞ্জির পাড়া, ঠ্যাংঝাড়া, সিংঙ্গীমারীর, ধুবনী, চর ধুবনী, উত্তর ধুবনি, সিন্দুর্না, চর সিন্দুনা, হলদিবাড়ি, ডাউয়াবাড়ির ইউনিয়নের, বিছন দই, উত্তর ডাউয়াবাড়ি এলাকায় প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে।


এদিকে শুক্রবার রাতে গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় বাজার এলাকায় বালির বস্তা দিয়ে বাধঁটি রক্ষা করা হয়েছে। রাতেই হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ এলাকা পরিদর্শন করেছেন।


উপজেলা গড্ডিমারী ইউনিয়নে দোয়ানী গ্রামের আমজার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত থেকে তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে এক দিন ধরে আমরা পানিবন্দি হয়ে পড়ে আছি।


হাতীবান্ধার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ জানান, শুক্রবার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে উপজেলা ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বর্তমানে পানি কমতে শুরু করেছে।



বিবার্তা/জিন্না/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com