শিরোনাম
শ্যামনগরে আকাশলীনা ও সুন্দরবন ভ্রমণে মন্ত্রীপরিষদ সচিব
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৮
শ্যামনগরে আকাশলীনা ও সুন্দরবন ভ্রমণে মন্ত্রীপরিষদ সচিব
শ্যামনগর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সড়ক পথে সুন্দরবন উপভোগের সহজ মাধ্যম সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।


শুক্রবার সকালে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাতরোধে উপজেলার এক লাখ তালের বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।


অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব এন এম জিয়াউল আলম, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজজামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, বিজিবির সিইও কর্নেল সুমন, শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম মহসিন উল মুলক প্রমুখ।


মন্ত্রীপরিষদ সচিব আকাশলীনায় পৌছালে স্থানীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তার সহধর্মিণী ও অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি গহীন সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ করেন।


বিবার্তা/সোহাগ/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com