শিরোনাম
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ কেজি বাগদা জব্দ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ কেজি বাগদা জব্দ
শ্যামনগর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অপদ্রব্য প্রদান করার দায়ে ৫০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার দুপুরে উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত. দাউদ সরদারের ছেলে শফিকুল ইসলামের বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য প্রদান করা হচ্ছে এরকম গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসন বাগদা চিংড়ি জব্দ করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগরসহ শ্যামনগর থানার কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মকর্তা।


জব্দকৃত চিংড়ির সাথে ৮০ টি ক্যারেট, ১১ টি ড্রাম, অপদ্রব্যাদি সিরিঞ্জ, ভাতের মাড়, সাগু, গামলা, ঝালি ইত্যাদি আটক করা হয়। এর মধ্যে অপদ্রব্য প্রদান করা ২০০ কেজি এলাকাবাসীর সামনে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া অপদ্রব্য প্রদান করার জন্য রাখা আরো ৩০০ কেজি চিংড়ি স্থানীয় কয়েকটি এতিমখানার দায়িত্বশীলদের হাতে হস্তান্তর করা হয়।


ইউএনও মো. কামরুজজামান বিবার্তাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।



বিবার্তা/সোহাগ/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com