শিরোনাম
দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে পুলিশের মত বিনিময়
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৮
দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে পুলিশের মত বিনিময়
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন-শৃংখলা বজায় রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইলে বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সাথে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইনের এ সভা অনুষ্ঠিত হয়।


পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক কমলাখী বিশ্বাস, কালিয়া উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ প্রমুখ।


সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করা হয় এবং জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃংখলাসহ সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।


এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলার কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com