শিরোনাম
ঝিনাইদহে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময়
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৭
ঝিনাইদহে পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময়
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এস এম সাহাবউদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, সকল থানার অফিসার ইনচার্র্জ, বিশেষ শাখা ও গোয়েন্দা শাখার পরিদর্শকসহ জেলা ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আসন্ন দুর্গা পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি মন্দিরেই সার্বক্ষণিক পুলিশ টহল থাকবে। পাশাপাশি যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলেই পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।


বিবার্তা/কোরবান/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com