শিরোনাম
ইন্দোনেশিয়ার আরও ২০ টন ত্রাণ চট্টগ্রামে
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৪
ইন্দোনেশিয়ার আরও ২০ টন ত্রাণ চট্টগ্রামে
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণ নিয়ে ইন্দোনেশিয়ার আরোও দুইটি বিমান চট্টগ্রামে এসে পৌঁছেছে। শনিবার সকাল ১০টায় এবং দুপুর ১২টায় বিমান দুটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।


বাংলাদেশের পক্ষে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।


তিনি জানান, দুটি বিমানে আরও ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এর মধ্যে সকাল ১০টায় আসা বিমানটিতে ১০ টন চাল আছে। পরের বিমানটিতে ১০ টন পরিমাণ কম্বল, তাঁবু ও তৈরি খাবার সামগ্রী রয়েছে।


এর আগে রোহিঙ্গাদের জন্য বৃহস্পতিবার প্রথমবারের মত ২০ টন চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার নিয়ে ইন্দোনেশিয়ার পাঠানো দুটি বিমান চট্টগ্রামে আসে। শুক্রবার একটি বিমানে আসে সাত দশমিক ১৬ টন ওজনের কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাঙ্ক ও ফ্যাসিলি কিটস। অন্য একটি বিমানে আসে ১০ টন চাল।


এ নিয়ে তিন দিনে ছয়টি বিমানে প্রায় ৫৭ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া।


বিবার্তা/রাজু/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com