শিরোনাম
পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডের বিচার হয়নি আজও....
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪
পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডের বিচার হয়নি আজও....
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডের বিচার হয়নি আজও। বর্বর এ হত্যাকাণ্ডের কোনো বিচার না পেয়ে হতাশায় নিমজ্জিত নিহতদের পরিবার।


বাঙ্গালী সংগঠনের নেতৃবৃন্দ এ হত্যাকান্ডের বিচারের দাবী জানিয়ে বলেন, ‘১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মধ্যবর্তী স্থান পাকুয়াখালীতে নিরীহ ৩৫ কাঠুরিয়াকে ডেকে নিয়ে যেভাবে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে তা ১৯৭১ সালের গণহত্যার চেয়ে কোন অংশ কম না।’


শুক্রবার দুপুরে রাঙামাটি শহরের কাঠ ব্যবসায়ী সমিতি সম্মেলন কক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত পাকুয়ালী ট্র্যাজেডি স্বরণে শোকসভায় বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা এসব কথা বলেন।


এসময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাগরিক পরিষদের সভানেত্রী বেগম নুর জাহান।


বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি সরকারি কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি মো. হাসান তারেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. মামুন, সদস্য সচিব ফয়েজ আহমেদ মোরশেদ।


শোক সভায় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি হওয়ার পরও পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি। বরং হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি দিন দিন বেড়েই চলছে। কিন্তু হত্যাকাণ্ডের স্বীকার অসহায় পরিবারগুলো আজও খুনির বিচার ও কোন প্রকার ক্ষতিপূরণ পায়নি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।



বিবার্তা/সাইফুল/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com