শিরোনাম
শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৫
শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। জেলা বিএনপির আয়োজনে এ সেবা প্রদান করা হয়।


শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।


এসময় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্জ ইলিয়াস উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদর বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, গোলাম জাকারিয়া বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলামের সমন্বয়ে মেডিসিন, অর্থোপেডিক্স, রিউম্যাটোলাক্স, সার্জারি, হৃদরোগ, শিশু ও গাইনী বিশেষজ্ঞ ২০ জন চিকিৎসকদের একটি টিম আগত রোগীদের চিকিৎসা সেবা দেন। উপজেলার চরপক্ষিমারী, চরমোচারিয়া, বলায়েরচর ও কামারের চর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।


বিবার্তা/সানী/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com