শিরোনাম
কুনিও হোশি হত্যার আসামিদের প্রশিক্ষকসহ গ্রেফতার ৪
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১০:২৫
কুনিও হোশি হত্যার আসামিদের প্রশিক্ষকসহ গ্রেফতার ৪
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট এলাকা থেকে সন্দেহভাজন নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে একজন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামিদের প্রশিক্ষক। গ্রেফতার চার ‘জঙ্গি’ হলো- বেলাল হোসেন (৪৫), আল আমিন (২০), এরশাদ আলী (২৮) ও আশরাফুল ইসলাম (২০)। তাদের সবার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।


রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শনিবার রাত দুইটার দিকে সাহাবাজপুর এলাকার পরিত্যক্ত একটি ইটভাটায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা ককটেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পরে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।


তিনি আরও জানান, জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেনের সঙ্গে গ্রেফতার বেলাল হোসেনের সখ্য রয়েছে। বেলাল হোসেনই কুনিও হোশি হত্যা মামলার আসামিদের প্রশিক্ষণ দিয়েছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com