শিরোনাম
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১১
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যা, গণধর্ষণ ও নিজভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে শহরের চকবাজার শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা উদীচী সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু আহম্মেদ খান বাবুল, জেলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শওকত হোসেন, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের জন্মভূমি রাখাইন প্রদেশে তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ফ্যাসিস্ট সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে তারা মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় অং সান সুচির ভূমিকার সমালোচনা করে তার নোবেল শান্তি পদক প্রত্যাহারের দাবি জানান। এছাড়া মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে।


বিবার্তা/সানী/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com