শিরোনাম
কাউখালীতে মাধ্যমিক বিদ্যালয়ে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৯
কাউখালীতে মাধ্যমিক বিদ্যালয়ে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ
কাউখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে ‘মিড ডে মিল’ নামে এক কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় মাধ্যমিক বিদ্যালয়ে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়।


বুধবার বিকেলে উপজেলা চত্বরে এ কার্যক্রমের আয়োজন করে কাউখালী উপজেলা পরিষদ।


সভায় উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীরের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ার‌্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিুনর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন।


সভা শেষে কাউখালী উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন পরবিশে ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পরে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।



বিবার্তা/বশির/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com