শিরোনাম
রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুরতায় শিশুদের ব্যতিক্রমী প্রতিবাদ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৭
রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুরতায় শিশুদের ব্যতিক্রমী প্রতিবাদ
কাউখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে শিশু হত্যা, ধর্ষণ ও নিষ্ঠুরতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে কোমলমতি শিশু শিক্ষর্থীরা। তারা মানবসেতু রচনা করে এ প্রতিবাদ জানায়।


বুধবার উপজেলার একুশ নম্বর কেউন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান শেষে এ মানবসেতু রচনা করে রোহিঙ্গাদের ওপর নির্মমতার প্রতিবাদ জানায়।


শিশু শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান শেষে বেঞ্চে শুয়ে দুইহাত উপরে তুলে মিয়ানমারের মুসলমানের ওপর গণহত্যার প্রতিবাদ জানায়। এসময় কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি শিশুদের এই ব্যাতিক্রমী প্রতিবাদে সংহতি প্রকাশ করে মিয়ানমারের এ অমানবিক কার্যকলাপের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।


বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়াছির আরাফাত বলেন, ‘আমাদের কেন হত্যা করা হয়? আমাদের কী অপরাধ? আমরা বাঁচতে চাই। তাই সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছি।’



বিবার্তা/বশির/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com