শিরোনাম
রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে শেরপুরে মানববন্ধন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৩
রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে শেরপুরে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যা, গণধর্ষণ ও নিজভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সমাজতন্ত্রিক দলের (জাসদ) উপজেলা শাখার আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের জন্মভূমি রাখাইন প্রদেশে তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ফ্যাসিস্ট সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে তারা মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় অং সান সুচির ভূমিকার সমালোচনা করে তার নোবেল শান্তি পদক প্রত্যাহারসহ রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও গণধর্ষণ বন্ধে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপের দাবি জানান।

 

মানববন্ধনে উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ বক্তব্য দেন।

 

বিবার্তা/সানী/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com