শিরোনাম
নকলায় ঝাল-মুড়ি বিক্রেতার লাশ উদ্ধার
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৭, ১৩:১৬
নকলায় ঝাল-মুড়ি বিক্রেতার লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নকলা উপজেলায় মিয়া হোসেন (৫২) নামে এক ঝাল-মুড়ি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশ উপজেলার উরফা ইউনিয়নে তার বসতঘর থেকে লাশটি উদ্ধার করে।


শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


নিহত ব্যাক্তি উপজেলার উরফা ইউনিয়নের উরফা কান্দাপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং ঝাল-মুড়ি বিক্রেতা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিয়া হোসেন প্রায় ১৩ বছর আগে স্বপরিবারে রাজধানী ঢাকায় চলে যান। সেখানে থাকা অবস্থায় তিনি তার স্ত্রীকে হত্যার মামলায় প্রায় এক যুগ কারাবরণ শেষে গত বছর জামিনে বাড়িতে এসে ঝাল-মুড়ির ব্যবসা শুরু করেন।


শনিবার সকালে মিয়া হোসেনের ঘরে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে বসতঘরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।


নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধারের সময় গলা কাটা এবং বুকে ছুরির আঘাত পাওয়া গেছে। তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বিবার্তা/সানী/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com