শিরোনাম
যশোরে মঞ্চ ভাঙচুর, দুই যুবলীগ নেতা জখম
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ১৫:৫৯
যশোরে মঞ্চ ভাঙচুর, দুই যুবলীগ নেতা জখম
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে শোক দিবসের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে মঞ্চ ভাঙচুর ও সদর উপজেলা যুবলীগের আহবায়কসহ দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।


আহত যুবলীগ নেতা অশোক বোস শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার স্বদেশ বোসের ছেলে। সেলিম রেজা পলাশ একই এলাকার হাসান আলীর ছেলে। হামলার প্রতিবাদে যুবলীগের একাংশের নেতারা মণিহার এলাকায় মিছিল করে নিজ দলের অন্য অংশের বিরুদ্ধে স্লোগান দেয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মনিহার এলাকায় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা ছাত্রলীগ। সেখানে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।


এ কর্মসূচি উপলক্ষে মনিহার সিনেমা হলের সামনে খাট এনে রাখা হয় মঞ্চ তৈরির উদ্দেশ্যে। কিন্তু এমপি কাজী নাবিল আহমেদ অনুসারীরাও একই স্থানে একই সময় পাল্টা কর্মসূচির ডাক দেয়। তারা শাহীন চাকলাদারের অনুষ্ঠানের জন্য এনে রাখা খাট শুক্রবার রাতে ভেঙে ফেলে।


খবর পেয়ে সেখানে যায় যুবলীগ-ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় মণিহারের পূর্ব গলিতে বসে ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, সেলিম রেজা পলাশসহ বেশ কয়েকজন। তারা অশোক ও সেলিম রেজা পলাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।


আহত অশোক ও পলাশ দাবি করেন, চাকলাদার অনুসারী ছাত্রলীগের শাহী, জিসানসহ কয়েকজন নেতাকর্মী তাদের কুপিয়েছে। আহতদের দেখতে হাসপাতালে আসা জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন সাংবাদিকদের জানান, শাহীন চাকলাদার অনুসারী কয়েক সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছেন।


এদিকে মঞ্চ ভাঙচুরের ঘটনায় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী ফেসবুকে লিখেছেন, ‘যশোরের গডফাদার খ্যাত এমপি নাবিল আহমেদের পোষ্য শীর্ষ সন্ত্রাসী ফিঙ্গে লিটন, ডিম রিপন, মোমিনের এর একি বর্বরতা!’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সদর উপজেলা ছাত্রলীগের শোকসভা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ চলাকালে তারা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাঙচুর চালায় এবং অকথ্য ভাষায় শোকসভা নিয়ে গালিগালাজ করে...।’


যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দেয়ার কারণে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ এখনো আটক করতে পারেনি।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com