শিরোনাম
সাভারে মামলার পর সাংসদের শ্যালক পলাতক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২১
সাভারে মামলার পর সাংসদের শ্যালক পলাতক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করার ঘটনায় মামলার পর পলাতক রয়েছেন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের শ্যালক আশরাফ উল্লাহ চৌধুরী সাইফুল (৩৫)। গ্রেফতারের ভয়ে নিজ কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের গেন্ডায় লিটন নামের এক ব্যবসায়ীকে গুলি করেন সাভার সিটি সেন্টারের সিনহা কালেকশনের মালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল। পরে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর রাতে সংসদ সদস্য ডা. এনামুর রহমানের শ্যালক সাইফুল ইসলামকে ২নং আসামী করে সাভার মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এএসআই এনায়েত।
মামলা হওয়ার পর থেকেই সাইফুল ইসলাম নিজ কর্মস্থল এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া বন্ধ করে দেন। বন্ধ রয়েছে তার মোবাইল ফোন নম্বরটিও। ফাঁকা রয়েছে তার ব্যবহৃত চেয়ার টেবিলও। সাইফুল ইসলাম এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর পদে কর্মরত আছেন।
সাইফুল ইসলামের অফিস পিয়ন রবিউল জানান, সাইফুল স্যার গত কয়েকদিন ধরে অফিসে আসেন না।
এদিকে ওই মামলায় পারভেজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করলেও সাংসদের শ্যালককে গ্রেফতার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, সাইফুলের নামে মামলা হয়েছে, তো আমি কি করব।
এদিকে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ওই মামলার আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদেরও গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিবার্তা/শরীফুল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com