শিরোনাম
রাবি শিক্ষিকার আত্মহত্যা: সহকর্মী আটক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ১০:০১
রাবি শিক্ষিকার আত্মহত্যা: সহকর্মী আটক
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তার সহকর্মী অধ্যাপক আতিকুর রহমানকে আটক করেছে পুলিশ।


নগরীর তালাইমারী এলাকায় নর্দান ইউনিভার্সিটির সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।


মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রাবি শিক্ষিকা আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা হয়। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আতিকুর রহমানকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষেই সিদ্ধান্ত নেয়া হবে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে কি না।’


উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বিকেলে রাবির জুবেরি ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে শিক্ষিকা আকতার জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। আকতার জাহান ওই কক্ষে একাই থাকতেন। তার লাশ উদ্ধারের দিন কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে তিনি ‘আত্মহত্যা’ করলেন বলে জানিয়ে ‘কেউ দায়ী নয়’ বলা হলেও নিজের সন্তানের গলায় ‘ছুরি ধরার’ অভিযোগ আনেন সাবেক স্বামী তানভীর আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান আত্মহত্যার প্ররোচনা অভিযোগ এনে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com