শিরোনাম
লামায় সম্ভাবনার দ্বার খুলবে তুলাচাষ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৯
লামায় সম্ভাবনার দ্বার খুলবে তুলাচাষ
নুরুল করিম আরমান, লামা
প্রিন্ট অ-অ+

তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও অর্থকরী হওয়ায় যুগ যুগ ধরে বান্দরবানের লামা উপজেলায় এর চাষ করে আসছে অধিকাংশ কৃষক। বিকল্প চাষাবাদের কথা কখনো ভাবেননি তারা। তবে সময়ের পবিবর্তনে অনেকে বিষয়টি বুঝেছেন এবং তারা তামাকের বিকল্প চাষ খুঁজতে শুরু করেন।
ঠিক সেই মুহূর্তে বান্দরবান তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তারা উপজেলার বেশ কয়েকজন কৃষককে উদ্বুদ্ধ করেন সম্ভাবনাময় অর্থকরী তুলা চাষে। এতে প্রথমে আগ্রহ প্রকাশ করেন, উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মুসলিম পাড়ার কৃষক মোহাম্মদ হোসাইন। তার দেখাদেখি একই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ছৌলুমঝিরির আবদুল হালিম, পূর্ব শীলেরতুয়া গ্রামের নুরুল ইসলাম, জমির হোসেন, আহমদ নবীসহ ৩২ জন কৃষক।
এসব কৃষকের প্রত্যেককে ৪০ শতক করে ৩২টি প্রদর্শনী প্লটের মাধ্যমে গত জুন মাসে পরীক্ষামূলক চাষে সার্বিক সহযোগিতা করে বান্দরবান তুলা উন্নয়ন বোর্ড। এসব প্লটের আওতায় পাহাড়ের ঢালে ও সমতল ভূমিতে তুলা চাষে ভালো ফলন দেখা দেয়ায় আশাবাদী হয়ে উঠেছেন চাষীরা। তাই পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পাহাড়ে তুলা চাষ করা গেলে কৃষকেরা তামাকের মতো লাভবান হওয়ার পাশাপাশি দেশের মোট উৎপাদনের এক-পঞ্চমাংশ তুলা এখান থেকে সংগ্রহ করা যাবে বলে আশা করছেন কর্মকর্তারা।
সূত্র জানায়, বাংলাদেশে দুই প্রজাতির তুলা চাষ হয়ে থাকে- পাহাড়ি তুলা এবং সমভূমির তুলা। পাহাড়ি তুলা পার্বত্যাঞ্চলে জুম চাষে অন্য ফসলের সাথে চাষ হয়ে থাকে। জুম চাষীদের মূল অর্থকরী ফসল পাহাড়ি তুলা।
সমভূমির তুলা পাহাড়ের ঢালে ও সমতল ভূমিতে চাষ হয়ে থাকে। পাহাড়ি তুলার আঁশের দৈর্ঘ্য ০.৫ ইঞ্চি। আঁশ খাটো বলে এই তুলা স্পিনিং মিলে সুতা তৈরির উপযোগি নয়। জুম চাষীরা উৎপাদিত তুলার একটি অংশ নিজেদের জন্য কম্বল, মোটা কাপড় তৈরির কাজে ব্যবহার করেন। এছাড়া এই তুলা লেপের তুলা হিসেবে ব্যবহার করা হয় এবং বিদেশে রফতানি করা হয়।
সমভূমির তুলার আঁশের দৈর্ঘ্য গড়ে ১.১৫ ইঞ্চি। এই তুলা স্পিনিং মিলে সুতা তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া তুলার বীজ থেকে পশু খাদ্য খৈল, ফ্যাটমুক্ত তৈল ও ফাজ (ব্যন্ডেজ বা গজ) তৈরি করা হয়। গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।
পার্বত্যাঞ্চলের আবহাওয়া ও মাটি তুলা চাষের উপযোগী। ব্রিটিশ আমলে এই অঞ্চল ‘কার্পাস মহল’ হিসেবে পরিচিত ছিল। এই অঞ্চলে পাহাড়ের পাশাপাশি নদী ও প্রচুর ঝিরি রয়েছে। নদী ও ঝিরির পাড়ের অনুর্বর, বেলে দোঁ-আশ মাটিতে সমভূমির তুলা ভালো হয়। এছাড়া সমভূমির তুলা পাতাঝড়া উদ্ভিদ বিধায় গাছের মোট আয়তনের এক-তৃতীয়াংশ জৈব পদার্থ হিসেবে যোগ হয়। ফলে সমভূমির তুলা চাষের জমি উর্বরতা লাভ করে।
বছরের জুন মাসের শেষের দিকে ও জুলাই মাসের প্রথম দিকে জমিতে তুলার বীজ বপন করার উপযুক্ত সময়। পাঁচ মাস পর অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে তুলা উত্তোলন করা হয়।
বস্ত্র বাংলাদেশের প্রধান শিল্প পণ্য। অর্থনৈতিক মূল্য সংযোজনের ক্ষেত্রে বস্ত্র শিল্পের অবদান শিল্প খাতের প্রায় ৪০ শতাংশ এবং জাতীয় আয়ের প্রায় ১৩ শতাংশ। দেশে ৩৬৩টি সুতাকলের জন্য বার্ষিক ৪০ লাখ বেল (বেল= ৪০০ পাউন্ড) আঁশ তুলার চাহিদা আছে। এ বিপুল পরিমাণ তুলা আমদানি করতে বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয় হয়। তাই চাহিদা পূরণের জন্য তুলা উন্নয়ন বোর্ড দেশের সমতল অঞ্চলের পাশাপাশি পার্বত্যাঞ্চলেও সমভূমির তুলা চাষ সম্প্রসাণের উদ্যোগ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় বান্দরবান তুলা উন্নয়ন বোর্ডের সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের (ফেজ-১) আওতায় লামা উপজেলার গজালিয়া, ফাঁসিয়াখালী ও রুপসীপাড়া ইউনিয়নে ৩২টি পরীক্ষামূলক প্রদর্শনীর মাধ্যমে ১৫০ হেক্টর পাহাড়ি ও সমতল ভুমিতে সিবি-১২ ও ১৪ জাতের তুলা চাষ করা হয়। এর আগে চাষীদেরকে তুলা চাষের ওপর প্রশিক্ষণ প্রদানসহ বিনামূল্য বীজ, সার, কীটনাশক ও উপকরণ দেয়া হয়।
গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু ইলিয়াছ মিয়া সৃজিত তুলা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। সেসময় তার সফরসঙ্গী ছিলেন বান্দরবান তুলা উন্নয়ন জোনের প্রধান কৃষিবিদ আব্দুল ওহাব, কটন ইউনিট কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, লামা কটন ইউনিট কর্মকর্তা আব্দুল খালেক। মাঠ পরিদর্শনের সময় তুলা চাষী মো. হোসাইন, মো. হালিম, নুরুল ইসলাম, জমির হোসেন, আহমদ নবীসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে ইলিয়াছ মিয়া বলেন, চলতি মৌসুমে লামা ইউনিটের অধীনে ১৫০ হেক্টর জমিতে দেশী ও হাইব্রিড জাতের সমভূমি তুলা চাষের আবাদ হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছিল ২০০ হেক্টর। এ চাষের গুণগত মান ভালো। কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় না হলে ভালো ফলন হবে বলে আমরা আশাবাদী।
তিনি আরো বলেন, চাষীরা তামাক চাষে অভ্যস্ত ছিল। সময় পরিবর্তনের সাথে সাথে কৃষিপণ্য উৎপাদনের ধরন পাল্টেছে। এখন তামাকের পরিবর্তে কৃষকদেরকে তুলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে, এতে বেশ সাড়াও পাচ্ছেন বলে জানান তিনি।
উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মুসলিম পাড়ার সমভূমি তুলা চাষী আবু জাফর জানান, আগে তিনি তামাক চাষ করতেন। তুলা উন্নয়ন বোর্ডের উদ্বুদ্ধকরণে চলতি মৌসুমে আড়াই কানি সমতল ভূমিতে তুলা চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। সরকারি সহায়তা পেলে তুলা চাষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য লামা উপজেলার পতিত জমিতে ব্যাপক তুলা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এদিকে সরেজমিনে পূর্ব শীলেরতুয়া গ্রাম পরিদর্শনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠ জুড়ে উন্নত জাতের তুলা গাছ।
সেখানে তুলা চাষী নুরুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে তুলা চাষ করতে ১০ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি ১১ থেকে ১২ মণ তুলা উৎপাদন করা যায়। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
তিনি আরো বলেন, তুলা উন্নয়ন বোর্ড এ চাষে কৃষকদের প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও উপকরণ দেয়ায় অন্য কৃষকেরাও সমভূমি জাতের তুলা চাষের দিকে ঝুঁকছে।
বিবার্তা/আরমান/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com