শিরোনাম
ডিমলায় জেল হত্যা দিবস পালিত
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৬:৩২
ডিমলায় জেল হত্যা দিবস পালিত
ডিমলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলায় ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এক শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।


আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল সরকার মিন্টু, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধরণ সম্পাদক বাবু মহিত চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক বাবু নিরেন্দ্র নাথ রায়, জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি নুরল ইসলাম (ড্রাইভার), উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন প্রমুখ বক্তব্য দেন।


আলোচনা সভায় প্রধান অতিথি আফতাব উদ্দিন সরকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে তিনমাস পার না হতেই মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেয়া চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলা, তাজউদ্দিন আহম্মেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা জাতীয় চার নেতাকে হত্যা করে বাঙ্গালীর অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি।


বিবার্তা/সানু/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com