শিরোনাম
সিলেটে প্রাণনাশের হুমকির অভিযোগে জেলারের বিরুদ্ধে জিডি
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ২৩:৩৮
সিলেটে প্রাণনাশের হুমকির অভিযোগে জেলারের বিরুদ্ধে জিডি
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খালেদুর রহমান নামে এক প্রবাসী। জিডির আগে এলাকার কয়েকজন বাসিন্দা তার বিরুদ্ধে ‘সন্ত্রাস ও অপকর্মের’ অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিকার চেয়ে আবেদন করছিলেন বলেও জানা গেছে।
বুধবার সন্ধ্যায় কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জিডির বিষয়টি জানান।


তিনি বলেন, কানাইঘাটের কায়স্তগ্রামের একজন প্রবাসী গত ৩১ অক্টোবর জেলার মাসুদ পারভেজের বিরুদ্ধে জিডিটি করেছেন। অভিযোগকারী ও অভিযুক্ত দু’জনেই পাশাপাশি গ্রামের বাসিন্দা। এ প্রেক্ষিতে পরের দিন ওই গ্রামে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। পুলিশ ঘটনাটির সত্যতা যাচাই করছে।


ওসি আরও জানান, জেলারের বিরুদ্ধে এ রকম অভিযোগ এই প্রথম। আগে কেউ কোনো অভিযোগ দেয়নি।


এ বিষয়ে জেলার মাসুদ পারভেজ জানান, তিনি জিডির বিষয়ে অবগত হয়েছেন। তার ধারণা, পারিবারিক শত্রুতার জেরে কেউ এটা করেছে। তিনি কাউকে হুমকি দেননি। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিকার চেয়ে আবেদনের বিষয়টি এখনও তার জানা নেই।


তবে জেলার বলেন, সম্প্রতি জিডি দায়েরকারী খালেদুর রহমানের সঙ্গে তার ভাতিজির বিয়ে হয়। পরে বিয়ে ভেঙে যায়। ওই ঘটনার জের ধরেই এই জিডি হয়ে থাকতে পারে।


এ বিষয়ে প্রবাসী খালেদুর রহমান জানান, নিরাপত্তার জন্য জিডির পর এখন তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


তিনি আরও জানান, গত মাসে সন্ত্রাস ও এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল, অস্ত্র প্রদর্শন, গুণ্ডা বাহিনী সৃষ্টিসহ কিছু বিষয় উল্লেখ করে কানাইঘাট উপজেলার বাসিন্দারা জেলার মাসুদ পারভেজের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার মাধ্যমে উর্ধ্বতন তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com