শিরোনাম
লামায় মাদকবিরোধী দিবস পালিত
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১৪:০৯
লামায় মাদকবিরোধী দিবস পালিত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অর্ধশতাধিক স্কুল কলেজ শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধানগণ অংশ গ্রহণকরেন।


র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহী অফিকার খিনওয়ান নু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে সহকারি কমিশনার (ভুমি) সায়েদ ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন।


বিবার্তা/আরমান/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com