শিরোনাম
বান্দরবান-রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এখনো বন্ধ
প্রকাশ : ২৬ জুলাই ২০১৭, ১২:৩২
বান্দরবান-রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এখনো বন্ধ
আবুল বশর নয়ন, বান্দরবান
প্রিন্ট অ-অ+

বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও পাহাড়ধসে এবং সড়কের পুলপাড়া বেইলি ব্রীজ পানিতে তলিয়ে যাওয়ায় এবং বিভিন্ন স্থানে পাহাড়ধসে পড়ায় বান্দরবানের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এছাড়াও পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবান-থানছি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে যানবাহন মালিক সমিতি। রুমা উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে পাহাড়ধসের কারণ।


তবে বান্দরবান-কেরানীহাট সড়কের উপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আজ বুধবার সকাল থেকে সকল ধরনের যানবাহন চলাচল শুরু করেছে। তবে এখনো বাজালিয়া এলাকায় বসতবাড়ি পানির নিচে তলিয়ে আছে। এতে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার বাজালিয়া এলাকায় পানি দূষিত হয়ে যাওয়ায় হাজার হাজার দুর্গত মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন।


এদিকে ঝুঁকিপূর্ণভাবে বসতিগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলার লামা, রোয়াংছড়ি, থানছি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং রুমা উপজেলায় দুর্গম অঞ্চলগুলোতে মাইকিং করে লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হচ্ছে। জেলার লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনও পুরিপুরি সচল হয়নি। অনেক স্থানে রাস্তায় পানি ও পাহাড়ধসে সড়ক ভেঙ্গে গেছে।


বিবার্তা/নয়ন/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com