শিরোনাম
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ১৪:৩১
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামী জসিম উদ্দিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।


মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এই রায় দেন।


জসিম উদ্দিন সদর উপজেলার জামিরতলী গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পলাতক রয়েছেন।


মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে জসিম উদ্দিন তার স্ত্রী ফাতেমাকে নির্যাতন করে হত্যা করে। লাশ প্লাস্টিকের বস্তায় ভরে বাড়ির পাশের ডোবায় লুকিয়ে রাখে। পরে বস্তাবন্দি অবস্থায় ডোবা থেকে ফাতেমার লাশ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় পরের দিন নিহতের ভাই ছফি আহাম্মেদ বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেয়।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com