শিরোনাম
আলীকদমে মোরায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে অর্থ প্রদান
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ০৯:৩৮
আলীকদমে মোরায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে অর্থ প্রদান
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ইউএনডিপি। সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপি-বাংলাদেশ অফিসের প্রোগ্রাম এনালাইসিস্ট মো. আরিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসআইডি-সিইএইচটি-ইউএনডিপির বান্দরবান ডিস্ট্রিক্ট ম্যানেজার খুশিরায় ত্রিপুরা, সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ।


ইউএনডিপি সূত্র জানায়, ঘূর্ণিঝড় মোরায় আলীকদম উপজেলায় অসংখ্য ঘরবাড়ি নষ্ট হয়েছে। অপেক্ষাকৃত বেশী ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে পরিবারপ্রতি পাঁচ হাজার টাকা হারে সাড়ে ১২ লাখ টাকা দেয়া হয়।


সভায় ইউএনও মো. নায়িরুজ্জামানসহ অন্যান্য বক্তারা বলেন, ঘূর্ণিঝড় মোরায় আলীকদমে ১০/১২টি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব বিদ্যালয়ে পড়ালেখা চালু রাখতে বর্তমানে নানা সমস্যা হচ্ছে। তাঁরা এসব বিদ্যালয় মেরামতে আর্থিক অনুদানের জন্য ইউএনডিপি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।


বিবার্তা/আরমান/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com