শিরোনাম
হাঁপানিয়া সীমান্তে বাংলাদেশী ২ গরু ব্যবসায়ী আটক
প্রকাশ : ২৫ জুলাই ২০১৭, ০৪:৪৭
হাঁপানিয়া সীমান্তে বাংলাদেশী ২ গরু ব্যবসায়ী আটক
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর হাঁপানিয়া সীমান্তে বাংলাদেশী দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। সোমবার ভোরে তাদের হাঁপানিয়া সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- হাঁপানিয়া শিয়ালমারী গ্রামে আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিম (২৭)। অপর জনের নাম এখনো জানা যায়নি।


হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, রবিবার রাতে বাংলাদেশী তিন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। সোমবার ভোররাতে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের পান্নাপুর বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় শিয়ালমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিমকে আটক করা হয়। তবে একই গ্রামের বাদলের ছেলে শরিফুল (৩৩) আহতাবস্থায় পালিয়ে আসে। আর অপর জনের বিষয় জানা যায়নি।


তিনি আরো বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে এখনো যোগাযোগ করেনি। এব্যাপারে সত্যতা যাচাইয়ের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার কোম্পানি কমান্ডার আসলে বিএসএফ-এর সাথে পতাকা বৈঠক করা হবে।


বিবার্তা/নয়ন/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com