শিরোনাম
নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ০৩:২৬
নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন, হামলা, মামলা ও গ্রেফতারসহ মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।


রবিবার দুপুরে কুলাউড়া প্রেসক্লাব ও কুলাউড়া সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


কুলাউড়া পৌরসভার সামনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন কুলাউড়া রিপোর্টার্স ইউনিটি, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।


কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে পৌর মেয়র শফি আলম ইউনুছ, জেলা পরিষদ সদস্য সেলিম আহমেদ, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারীনেত্রী নেহার বেগম, কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্ছু, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, মৌলভীবাজার জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, জেলা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক মানজুরুল হক, মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু. ইমাদ উদ দীন, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাস, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, কুলাউড়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন কবীর, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি অজিউর রহমান আসাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সম্পাদক আতিকুর রহমান আখই, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, কুলাউড়া সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম ও শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ্ আলম শামীম, কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান, ব্যবসায়ী সুরমান আহমদ, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিপন, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সৈয়দ আশফাক তানভীর ও মাহফুজ শাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক আবুল কালাম, আব্দুল করিম বাচ্ছু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা তালামীযের সভাপতি শাহজাহান আহমদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক পারভেজ সিদ্দিক, সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য সুমন আহমদ, ব্যবসায়ী জাবেদ মাহবুব, জিয়াউল হক জিয়া, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন, ক্রীড়া সংগঠক বেলায়েত হোসেন লাভলু, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব ইউছুফ আহমদ ইমন, সংবাদমেইল প্রতিনিধি সাইদুল হাসান, তানজিল আহমদ ও আতিকুর রহমান, শামীম আহমদ, লিটন আহমদ, রাজু আহমদ প্রমুখ বক্তব্য দেন।


মানববন্ধনে বক্তারা সজিবের দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় এর প্রতিবাদে মৌলভীবাজার জেলার সর্বস্থরের সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।


মানববন্ধন শেষে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


বিবার্তা/আরিফ/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com